বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার’র কার্যনির্বাহী পরিষদের সভা সম্পন্ন

বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) রাজধানীর স্টার অব ঢাকা রেস্টুরেন্টের হল রুমে সংস্থার সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব ভুইঁয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংস্থার কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন রফিক।সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঁইয়া, নাসির উদ্দিন তালুকদার, আবু বক্কর সিদ্দিক মাছুম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নোমান ইউসুফ, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ হাবিব শিশির, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু হানিফ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ইফতেখার উদ্দিন সোহাগ, (সিলেট) খায়রুল ইসলাম, (ময়মনসিংহ) মাহাবুবুল আলম, উপ-ক্রীড়া সম্পাদক শরীফ কাউসার, উপ-আপ্যায়ন সম্পাদক শামীম হোসাইন, উপ-মহিলা বিষয়ক সম্পাদক তানজিলা রুমা, উপ-দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম ফয়সাল, উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য হাফিজুল হক চৌধুরী, পাপ্পু তালুকদার প্রমুখ।

শেষে সংস্থার আজীবন সদস্য আলহাজ্ব জিয়া উদ্দিন জিয়া ও অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলমের মায়ের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক সি এম হাসান ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন আমিন রফিক ।নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।