পিরোজপুরে বাড়ছে করোনা রোগী, আক্রান্ত সিভিল সার্জন

পিরোজপুর প্রতিনিধি: ২৭ জানুয়ারি ২০২২, পিরোজপুরে বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। এরই মধ্যে জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী ও সরকারি কর্মকর্তাসহ ৪৩ জনের করোনা সনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন। তবে পিরোজপুরে বিশিষ্ঠ জনেরা মনে করেন, বিশেষ করে মাস্ক ব্যবহারে অনিহা এবং সামাজিক দুরত্ব বজায় না রাখার কারণে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। পিরোজপুর সদর হাসপাতালের আরএমও মো: নিজাম উদ্দিন বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। উল্লেখ্য, জেলায় এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৪৭৩ জনের। এরমধ্যে করোনা সনাক্ত হয়েছে ৫৫৪৮জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫২১৭ জনের। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৩ জন।