পিরোজপুর প্রতিনিধি:- মোঃ নুর উদ্দিন শেখ ২৭- জানুয়ারি ২০২২ পিরোজপুরে জেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর সংস্থা ও সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান খালেকসহ আরো অনেকে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, সদ্য বিদায়ী জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন ৩ বছর সাড়ে ৩ মাস দায়িত্ব পালন শেষে বুধবার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বিদায়ী জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির একান্ত সচিব (পিএস) হিসেবে যোগদান করেছেন। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলাম। তিনি মনে করেছেন আমার এখানে আসা উচিৎ তাই তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। আপনাদের একান্ত সহযোগিতা নিয়ে আমি সব কাজ করতে চাই।