গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুর ২ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজার পৌরসভার দরগা মহল্লা এলাকার ঈদগাহের পূর্ব পাশে শেখ কাজিম উদ্দিন রোডের দোলন চাপা এন্টারপ্রাইজ এর সামনে থেকে আহমদ খান রাজন (২৬) নামের এক মাদক কারবারিকে ১০ পিস ইয়াবা সহ আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি আহমদ খাঁন রাজন চাঁদপুর জেলার সদর থানার উত্তর বহেরা গ্রামের মোতালিব খাঁনের ছেলে। সে বর্তমানে মৌলভীবাজার পৌরসভার সুলতানপুর এলাকায় সিরাজ মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিলো। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আহমদ খাঁন রাজন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আরো জানান, মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে সব সময়।