
রেজাউল করিম ; পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় পূর্ব টইটং কেরনছড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. দেলোয়ার হোছাইনকে অবসরজনিত বিদায় উপলক্ষে রাজকীয়ভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে নবনিযুক্ত ইমাম হাফেজ সাজ্জাদ হোসাইনকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
দীর্ঘ ৩৫ বছর সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে খতিব ও ইমামের দায়িত্ব পালন করায় শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে মসজিদ প্রাঙ্গণে এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সংবর্ধিত ইমামকে ফুলের মালা, নগদ অর্থ, মানপত্র, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টইটং ইউনিয়ন পরিষদের সদস্য ও মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ আব্দুল হক। সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোজাহের আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান জেড. এম. মোসলেম উদ্দিনসহ মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জুমার নামাজ আদায়ের মাধ্যমে শেষ হওয়া এ আয়োজনে শতশত মুসল্লির অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংবর্ধিত ইমাম মাওলানা মো. দেলোয়ার হোছাইন। একইসাথে নতুন ইমাম হাফেজ সাজ্জাদ হোসাইনের জন্য দোয়া কামনা করা হয়।











