পিরোজপুরের কাউখালীতে দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি : মোঃ নুর উদ্দিন শেখ ১লা ফেব্রুয়ারি ২০২২ পিরোজপুরের কাউখালীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের ২০২১-২২ অর্থবছরের প্রথম পর্যায়ের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঙ্গলবার পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা রাকিব তালুকদারের বাড়ি হয়ে বীর মুক্তিযোদ্ধা ইসমাইলের বাড়ি পর্যন্ত রাস্তা পুন:নির্মাণ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে -৪০ দিনের এ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা:- খালেদা খাতুন রেখা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আক্তারুন নাহার রেবা, ইউপি সদস্য মো. সাইদ উপস্থিত ছিলেন। এ উপজেলার ৫টি ইউনিয়নে ২০টি (ইজিপিপি) প্রকল্পে মোট ৬২৪ জন শ্রমিক অংশগ্রহণ করছেন।