
নরসিংদী প্রতিনিধি: পলাশ থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই মো: সাইদুর রহমান এবং এসআই আরিফ খাঁন ২ ফেব্রুয়ারী বুধবার সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মো: হাছিবুর রহমান (৪১) পিতা-মো: হাবিবুর রহমান সাং-ভাগ্যেরপাড়া থানা-পলাশ জেলা-নরসিংদী ২। মো: রাসেল পিতা-মৃত উসমান গনি সাং-আদিয়াবাদ (সিকদার পাড়া) থানা-রায়পুরা জেলা-নরসিংদী বর্তমানে আতশিপাড়া থানা-পলাশ জেলা-নরসিংদী ৩। মো: হৃদয় (২৭) পিতা-মো: জামাল উদ্দিন মিয়া সাং-রামাইনন্দী থানা-পলাশ জেলা-নরসিংদীদের গ্রেফতার করেছে।পুলিশ জানান, এদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আরো জানান, পলাশ থানা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পড়েছেনঃ ১১৯