শার্শায় হাটবাজার ও জলমহাল ইজারা কমিটির সভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলায় হাটবাজার ও জলমহাল ইজারা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শার্শা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভার সঞ্চালনা করেন উপজেলা সহকারি কর্মকর্তা(ভূমি) রাসনা শারমিন মিথি। এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা প্রকৌশলী এস,এম মামুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, আইসিটি অফিসার আহসান হাব্বি, উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।