শামীম আহসান মল্লিক, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রণের বিস্তাররোধে জনসচেতনাতা সৃষ্টিতে রোডশো কার্যক্রমের উদ্ভোধন করেছেন জেলা প্রশাসক মোঃ: আজিজুর রহমান। বৃহস্পতিবার (৩ফেব্রুয়ারী) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশন এর অর্থায়নে জেলা প্রশসাকের কার্যালয় চত্বর এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোসাব্বোরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, এল জি এস পি জেলা সমন্বয়কারী পার্থ প্রতিম সেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার জেলা সমন্বয়কারী সোহাগ হাওলাদার, মোঃ রবিউল ইসলাম, টেকনিক্যাল কো-অর্ডিনেটর শেখর চন্দ্র ব্যানার্জী, ফারজানা ববি, উম্মে জোবায়দা, শরিফুল ইসলাম শোহান প্রমুখ।
উল্লেখ্য এ কার্যক্রম চলবে বাগেরহাট সদর হাসপাতাল, বাগেরহাট প্রেসক্লাব, খানজাহান আলী মাজার মোড়, ষাট গম্বুজ মসজিদ মোড়, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দৈবজ্ঞহাটী, বাধাল বাজার, সহ জনবহুল এলাকায় জনসচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারণাসহ মাস্ক ও করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি প্রতিরোধে করণীয় সম্বলতি প্রচার পত্র বিতারন করা হয়।
পড়েছেনঃ ১০৯