নবাগত জেলা প্রশাসক এর সাথে স্বেচ্ছাসেবী সংগঠন এমিনেন্ট বয়েজ এর সৌজন্য সাক্ষাৎ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর এ নবাগত জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানএর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পিরোজপুর রে কর্মরত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এমিনেন্ট বয়েজ আজ বৃহস্পতিবার -৩ ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এমিনেন্ট বয়েজ। এসময় উপস্থিত ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর ও এমিনেন্ট বয়েজ এর পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুর উদ্দিন শেখ সহ-সধারন সম্পাদক বাদল সাহা সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন চক্রবর্তী (বাপ্পা), ক্রীড়া সম্পাদক -মিঠুন চক্রবর্তী (কালু) কালু সাহা ও সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আশিস দাস। এ সময় সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন চক্রবতী( বাপ্পা) বলেন এমিনেন্ট বয়েজ -কভিট কালিন সময় যে কাজ করেছে তাতে আমার মনে হয় পিরোজপুর বাসী অন্তরে স্থান করে নিয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুর উদ্দিন শেখ বলেন জেলা প্রশাসক মহোদয়ের এর সাথে পিরোজপুর এ বিভিন্ন সামাজিক সংগঠন এর সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে। তার আতিথিয়তায় আমরা খুশি ।