বেতাগী (বরগুনা) প্রতিনিধি: দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৩ বছরে পদার্পণ উপলক্ষে বরগুনার বেতাগীর উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম ইরানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল (০৩-০২-২০২২ইং) রোজঃ বৃহস্পতিবার বিকাল ৬.০০ ঘটিকার সময় কেক কাটাও আমন্ত্রিত অতিথিদের মাঝে উপহার বিতরণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগান্তর স্বজন সমাবেশ বেতাগী শাখার আয়োজনে উপজেলা (দক্ষিণের) প্রতিনিধি সৈয়দ নূর-ই আলম শোভন এর পরিচালয় অনুষ্ঠানের শুরুতেই যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে স্মরণ করার মধ্যে দিয়ে বরগুনা পুলিশ সুপার,উপজেলা পরিষদ চেয়ারম্যান, বেতাগী পৌরসভার মেয়র,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেতাগী থানার ওসি, বিভিন্ন সংগঠনের নেতৃবিন্দ ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থল অতিথিদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, বেতাগী থানার ওসি মো.শাহআলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান,পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বাবুল আকতার,সাধারণ সম্পাদক আলহাজ্ব হাদিসুর রহমান পান্না, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা। বরগুনা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি, যুগান্তরের বরগুনা জেলা প্রতিনিধি মো.তরিকুল ইসলাম, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও একাত্তর টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটু,সাধারণ সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মো.ফসল পাটোয়ারি,দৈনিক নয়া দিগন্তের বরগুনা জেলা প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি স্বপন কুমার ঢালী, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অ্যাডভোকেট মো.মজিবুর রহমান,সাধারন সম্পাদক ও যুগান্তরের মির্জাগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম সাদ্দাম , প্রথম আলো প্রতিনিধি জাকির হোসেন, নয়াদিগন্তের বেতাগী প্রতিনিধি কামাল হোসেন খান ও হোসনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন,যুবলীগ সভাপতি হানিফুর রহমান সহ বিভিন্নি মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ। সভাশেষে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলাম বাবুল এর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।