গুপ্তছড়া-কুমিরা নৌ-রুটে স্পীডবোটের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সন্দ্বীপে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সন্দ্বীপের গুপ্তছড়া-কুমিরা নৌ-রুটে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই একতরফা ভাবে স্পীডবোটের ভাড়া ২৫০ থেকে ৩০০ বৃদ্ধি করায় এবং ঘাটের নানা অনিয়ম বন্ধে আজ বিকেলে সন্দ্বীপের এনাম নাহার মোড়ে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। ৪ ফেব্রুয়ারী,শুক্রবার,বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের আহবায়ক সাংবাদিক ইলিয়াছ সুমন সভাপতিত্ব করেন। সংগঠনের সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাসেম শিল্পী,বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বিএসপি)’ র সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সমকালের সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াস কামাল বাবু, কবি নীলাঞ্জন বিদ্যুত,মাসিক সজাগ সন্দ্বীপ সম্পাদক প্রভাষক ফসিউল আলম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখা’র যুগ্ম আহবায়ক আমিনুল হক চারু মিল্লাত, বিএসপি সন্দ্বীপ শাখার সহ সভাপতি আবসার খান,(বিএসপি) সহ সাধারন সম্পাদক ও দৈনিক অপরাধ কন্ঠর (ক্রাইম রির্পোটার) সাব্বির রহমান, বাংলাদেশ প্রেস ক্লাবের মিলাদ মোদাচ্ছির ও কাউছার মাহামুদ দিদার, দৈনিক খবর’র সন্দ্বীপ প্রতিনিধি হাফেজ জামাল আবদুল নাছির শাহী, এনাম নাহার ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, চ্যানেল এস এর সন্দ্বীপ প্রতিনিধি পারভেজ মোশাররফ, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, ব্যবসায়ী আলিম মেম্বার সহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ। মানববন্ধনে বক্তারা মনোপলি ব্যবসা তথা ইজারা প্রথা বাতিল করে ঘাট উন্মুক্ত করে সন্দ্বীপের মানুষের চলাচলে অবাধ স্বাধীনতা পাওয়ার দাবী জানান। এ ছাড়া স্পীডবোটের ফুল ভাড়া ২০০ টাকা ও হাফ ভাড়া ১০০ টাকায় নির্দ্ধারন করারও দাবী জানান। এ মানববন্ধন কর্মসূচী কে পূর্ণ সমর্থন দিয়ে একত্মতা পোষন করে বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বিএসপি)সন্দ্বীপ উপজেলা শাখা।