সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ৩০ পিচ ইয়াবা সহ মোঃ মাসুদ রানা (২৬) ও রাকিবুল হাসান @ রাকিব (২৩) নামে দুই আসামীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। দেবহাটা থানা পুলিশ সুত্রে জানা যায়, দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২২/০২/২০২২ তারিখ, দেবহাটা থানাধীন ১ নং কুলিয়া ইউপি এর পূর্ব কুলিয়া (পালপাড়া) গ্রামস্থ জনৈক অনিল ঘোষ এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১. মোঃ মাসুদ রানা (২৬), পিতা-মোঃ আলম সরদার, মাতা-শাহানারা খাতুন ,স্থায়ী: গ্রাম- পুষ্পকাটি, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা ২. রাকিবুল হাসান @ রাকিব (২৩), পিতা-রেজাউল হোসেন বাবু , গ্রাম- পুরাতন সাতক্ষীরা (সেকেন্ড অফিসার মোড়), থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরা গ্রেফতার করে। দেবহাটা থানা সুত্রে আরও জানা যায়, গ্রেফতারের পর আসামীদেরকে বিচারকার্যের জন্য আজ ২৩/০২/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।