রৌমারীতে উপজেলা প্রেসক্লাবের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাসুদ পারভেজ ,রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি : বন্তনিষ্ঠ সাংবাদিকতা ও অকৃত্রিম পেশাদায়িত্ব বজায় রেখে ১০ তম বছর পেরিয়ে রৌমারীর উপজেলা প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারার সভাপতিত্বে নানা আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে বর্ণিল সাজে পালন করা হয় ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৯.৩০ মিনিটে জাতীয় ও প্রেসক্লাবের পতাকা উত্তোলন, সকাল ১০ টায় র‌্যালী, সকাল ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছির বিল্লাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফ্ধসঢ়;ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, প্রেসক্লাবের উপদেষ্টা ও আওয়ামী যুবলীগ সভাপতি হারুনর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ প্রমুখ। এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ রৌমারী প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেল, সহসাংগঠনিক সম্পাদক মামুন হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক লিমন মিয়া, সমাজ কল্যান সম্পাদক সোলাইমান হোসেন সোহেল, সাধারণ সদস্য আনছার আলী তুহিন , জয়নাল আবেদীনসহ আরো অনেকে।