সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা থানায় বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্ট ভূক্ত আরিফুল ইসলাম(২৫) ও কামরুল ইসলাম(৫০) নামে ২ আসামীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। সোমবার দেবহাটা থানা পুলিশ দেবহাটা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। দেবহাটা থানা পুলিশসুত্রে জানাযায়, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২১/০৩/২০২১ তারিখ, এএসআই (নিঃ) শামীম হোসেন, এএসআই (নিঃ) শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানা এলাকা হইতে আসামী ১. মোঃ আরিফুল ইসলাম(২৫), পিতা-মোঃ আঃ ছাত্তার গাজী , গ্রাম- পারুলিয়া ঘাসপাড়া, ২. মোঃ কামরুল ইসলাম(৫০), পিতা- দাউদ আলী গাজী, সাং- উত্তর কোমরপুর, উভয়থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করিয়া ইং-২১/০৩/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিআর ওয়ারেন্ট ভূক্ত দুই আসামীকে গ্রেফতার করে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।