
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের ড্রাইভার ও হেলপারসহ -৩জন আহত হয়েছে। মারাত্মক আহত একজনকে খুলনায় প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় দুটি বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। সোমবার দুপুর -৩টার দিকে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের পিরোজপুরের মির্ঘার পোল নামক স্থানে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে পিরোজপুর গামী এবং পিরোজপুর থেকে ঢাকাগামী টঙ্গিপাড়া এক্সপ্রেসের ২টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকাগামী বাসের ড্রাইভার নেছার উদ্দিন (৫৫), পিরোজপুরগামী বাসের হেলপার নাঈম (২৫) ও বাসযাত্রী রফিক আহত হয়। আহতদের মধ্যে ডাইভার নেছার উদ্দিনকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। আহত হেলপার নাঈমকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসও রেডক্রিসেন্ট এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে। পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো. মাসুদুজ্জামান জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।