বধূ-বন্ধন

বধূ-বন্ধন
-হাফিজুর রহমান 
বধূ তোরে কী-করে ভালো না বাসি বল্?
রাগ করেছিস বহুবার, করেছিস অভিমান
তবুও – কখনও করিসনি ছল্!
যে পথে হাঁটার সাহস পাইনি
গন্তব্যে – নিয়ে গিয়েছিস সেই পথে –
হাত ধরে বলেছিস সাহস করে
চল্-রে এবার চল্।
বধূ, তোরে কী-করে ভালো না বাসি বল্?
নালিশের ভাষণে, এখনও আমার সকাল হয়
কর্মগুলোর – জাগিয়ে দিস বল!
ছড়িয়ে-ছিটিয়ে থাকা সমস্ত ঘরের
কুড়িয়ে জড়ো করে দিচ্ছিস স্বপ্নগুলো
কষ্টগুলো কেড়ে নিয়ে আমার
মুছে দিস্ – চোখের জল।