রোজার মাহাত্ম্য
-এম.আবু বকর সিদ্দিক
=========================
খোদার ভয়ে ভীত হৃদয় গড়ার প্রয়োজনে,
রোজা রাখা ফরজ হলো পবিত্র রমযানে ৷
মহান স্রষ্টার বিশ্বাস ও ভয় থাকে যে বান্দার,
সে বান্দা পারে না কভু করতে পাপাচার ৷
আল্লাহ তায়ালা সর্বদ্রষ্টা, সদা বিরাজমান,
এ আকিদায় চলার জন্য সাওমের ফরমান ৷
রোজা রেখে বান্দা যখন খোদাভীরু হবে,
রোজার উসীলাতে সকল গুনাহ মুছে যাবে ৷
রোজাদারগণ মহান রবের বিশেষ মেহমান,
তাদের জন্য প্রস্তুত আছে শ্রেষ্ঠ দ্বার রইয়ান ৷
শুদ্ধচিত্তে রোজা রাখলে পুণ্য বেশুমার,
প্রভু স্বয়ং নিজে দিবেন রোজার পুরস্কার ৷
পড়েছেনঃ ৭৯