
রাউজান প্রতিনিধি : রাউজানে আগুনে পুড়ে ছাই একটি বসতঘর, ৫লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি, রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ রাঙ্গামাটি রোড সংলগ্ন এম জে স্কোয়ার কমিউনিটি সেন্টার পার্শ্বস্থ চিন্তামনির বাড়ীর বাসিন্দা স্বর্গীয় অনিল দাশ এর ছেলে রবি দাশ এর বসত ঘরে আগুন লেগে পুড়ে ছাই হল সবকিছু। জানা যায়, ১১এপ্রিল বেলা দেড়টার দিকে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্র পাত ঘটে। খবরপেয়ে দ্রত ছুটে আসে রাউজান ফায়ার সার্ভিসের একটি টিম, ততক্ষণে পুড়ে সবকিছু শেষ হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় পাশাপাশি অবস্থিত বসতঘর গুলো আগুনের থাবা থেকে রক্ষা পায়।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের নির্দেশে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত ঘটনাস্থলে পৌছান এবং সবকিছু পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ক্ষতিগ্রস্ত রবিদাশ জানান ঘরের আসবাবপত্র, মোটরসাইকেল, ক্যাশ টাকা, ভিডিও ক্যামেরা সহ সব মিলে প্রায় ৫-৬ লাখ ক্ষতি হয়েছে।
পড়েছেনঃ ১০৯