
ভোলা প্রতিনিধি : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিশে^র অনেক বড় বড় অর্থনীতিবিদ বলেছিলেন, বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে টিকে থাকবে না। আর টিকে থাকলেও বিদেশী সাহায্যের উপর নির্ভরশীল থাকবে। আমাদের নেত্রী শেখ হাসিনা তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়েছেন, এখন বাংলাদেশ বিদেশী সাহায্যের উপর নির্ভরশীল না। আজ রবিবার বিকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন।
এসময় মন্ত্রী আরও বলেন, এক সময় বাংলাদেশের বাজেটের ১৫ থেকে ২০ পার্সেন্ট আসত বিদেশী সাহায্য থেকে। এখন তা দুই ভাগের নিচে নেমে এসেছে। কাজেই আমরা বলতে পারি বাংলাদেশ আজ আর ভিক্ষুকের জাতি নয়। বাংলাদেশ আজকে কারো কাছে হাত পাতে না ভিক্ষার জন্য।
বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশে বিদ্যুৎ আজ ঘরে ঘরে। ফোরলেইন রাস্তা, পদ্মা সেতু, শিল্প কারখানা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে এমন উন্নয়ন হয়েছে সারা বিশে^র মানুষ আজ অবাক বিশ^য়ে তাকিয়ে আছে। জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তরের মহা পরিচালক বেনজির আলম, ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা কৃষি কর্মকর্তা হাসান ওয়ারেসুল কবির, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমূখ।
পড়েছেনঃ ১২৮