
ফারহান সিদ্দিক,সীতাকুণ্ড : চট্রগ্রামের সীতাকুণ্ডে লরির চাপায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ টিটু( ২৮) নামে এক লোহা ব্যবসায়ীর মর্মান্তিক মৃর্ত্যু ঘটে। সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিলস নামক স্থানে বিএম কনাটিনার ডিপোর সামনে একটি অজ্ঞাত লরি চাপা দিলে আজ সকাল সাড়ে ১০ টার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে যানাযাই আজ শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০ সময় টিটু মোটরসাইকেল নিয়ে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন এমন সময় পেছন থেকে লরি ধাক্কাদিলে চাপা পড়ে ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন। নিহত মোহাম্মদ টিটু শীপের স্ক্র্যাপ ব্যবসার সাথে জড়িত ছিলেন। সে সোনািছড়ি ইউনিয়নের শীতলপুর দেলিপাড়া এলাকার মোহাম্মদ মোস্তফার প্রথম পুত্র।
পড়েছেনঃ ৮৮