
বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দুই নম্বর ইউনিয়নের সৈদ্যারটুলা মহল্লার দাঙ্গা হাঙ্গামার মূল প্রধান আসামি ইকবাল হোসেন খান বাহারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গত-( ১০ এপ্রিল) মঙ্গলবার সকাল দশ ঘটিকার সময় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই অঞ্জন কুমার নাহা সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে দুই নম্বর ইউনিয়নের সৈদ্যারটুলা মহল্লার মূত নূর উদ্দিনের ছেলে মোঃ ইকবাল হোসেন খান বাহার দাঙ্গা হাঙ্গামা মামলায় জড়িত প্রধান আসামী মূত নূর উদ্দিন ইকবাল হোসেন খান বাহারকে ঢাকার শেরে বাংলা হাসপাতালের সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও গত-(১০ এপ্রিল) মঙ্গলবার দিবাগত রাত্র অনুমান ০৮.৩০ ঘটিকার সময় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ এমরান হোসেনের দিক নির্দেশনায় অত্র থানায় কর্মরত এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন যাত্রাপাশা এলাকায় অভিযান পরিচালনা করে নোয়াপাথারী গ্রামের সিফাই ও মর্তুজ আলী হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী নোয়াপাথারী গ্ৰামের হাছন আলীর ছেলে তারা মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পড়েছেনঃ ১২১