দোয়ারাবাজারে পানি বন্দি ও আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুরমা নদির পানি বৃদ্ধি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যা দেখা দিয়েছে।দির্ঘ চার দিন থেকে টানা ভাড়ি বৃষ্টিপাতের কারণে যোগাযোগ বিচিন্ন রয়েছে উপজেলা সদরসহ সকল ইউনিয়নের সাথে। বন্যার কবলে পরে আশ্রয়হীন হয়ে পরেছেন উপজেলার প্রায় ২শত পরিবার ও ঘর বন্দি আছেন ১হাজারের বেশি। আশ্রয়হীন ও ঘর বন্দি পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায় বন্যার কারণে হুমকির মুখে পরেছেন তারা, নদীর তীরবর্তী গ্রাম গুলো বিলিন হয়ে গেছে পানির স্রোতে।একই সাথে গবাদিপশু-পাঁখিসহ, বাঁধ অতিক্রম করে হাওরে পানি ডুকে নষ্ট করে দিচ্ছে সদ্য আবাদ করা ফসল বোর, ইরি,ইত্যাদি ।পানিতে তলিয়ে গেছে ঘর বাড়ি বীজতলা সবজি বাগান,মৎসখামার ও গ্রামীন রাস্তা ঘাটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, জানান বন্যার কারণে অতিমাত্রায় পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ৯-টি মাধ্যমিক ও ২৩-টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্টান সাময়িক বন্দ রয়েছে। তিনি আরও যানান যেসব পরিবারে বন্যার পানি ডুকে গেছে তারা যেন অতিদ্রুত আশ্রয়কেন্দ্রে আশ্রয়নেন। দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পানি বন্দি হয়ে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের কাছে শুকনা খাবার পৌছে দেওয়া হয়েছে,উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌঃ বাবু,উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ,সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, পিআইও-মোঃ আম্বিয়া আহমদ,উপজেলা আওয়ামিলীগ নেতা ও প্রস্থতি কমিটির সদস্য মোঃ রফিক উদ্দিন,দোহালিয়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মোঃ নুর মিয়া,দোহালিয়া ইউনিয়ন পরিষদের ৫-নং ওয়ার্ডের মেম্বার মোঃ সুনুর মিয়া, যুবলীগনেতা মোঃ ফারুক মিয়া,মোঃ আব্দুল হাকিম,মোঃ যুবরাজ মিয়া প্রমুখ।