মোরেলগঞ্জে ভূয়া ডিগ্রীধারী ডাক্তারের ১ বছরের জেল

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ভূয়া ডিগ্রীধারী ডাক্তার এম এম মনিরুজ্জামন মনির নামের এক পল্লী ডাক্তার কে মোবাইল কোর্টে এক বছরের জেল দিয়েছে আদালত। একই অপরাধে ঘটনার এক দিন পূর্বে কচুয়া উপজেলা মোবাইল কোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। গতকাল ১৮ মে বুধরার রাত সাড়ে ১০ টায় মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আলী হাসান মোবাইল কোটের মাধ্যমে ফেরীঘাট সংলঘœ মসজিদের পার্শ্বে আলম হুজুরের বাসার নিজতলা নিজ চেম্বারে চিকিৎসারত অবস্থায় ধরে মোডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর আওতায় ১ বছরের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন। একই অপরাধে কচুয়া উপজেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোবাইল কোর্টের মাধ্যমে গত গত ১৭ এপ্রিল এই চিকিসককে একলক্ষ টাকা জরিমানা দেয় এবং এ পেশা ছেড়ে দিবে বলে মুসলেকা রেখে ছেড়ে দেয়।