
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ কলারোয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও রুলী বিশ্বাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(২৪ মে) বেলা সাড়ে ১২ টার দিকে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। বক্তব্যে তিনি বলেন, সম্মানিত সংবাদ কর্মীরা দেশ গঠনে সরকারের একটি অংশ। বস্তু, নিষ্ঠা সংবাদ পরিবেশন করায় দেশ, জাতি ও সমাজ গঠনে তিনি সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। তিনি কলারোয়াবাসীর সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের উপজেলা প্রশাসনের পাশে থেকে সহযোগীতা করার আহবান জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক( ওসি- তদন্ত) হাফিজুর রহমান ।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন , কলরব প্রেসক্লাবের সভাপতি, সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, আমন্ত্রিত অতিথি দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু,সাধারন সম্পাদক প্রধান শিক্ষক মুজিবর রহমান, রিপোটার্স ক্লাবের কর্মকর্তা মোস্তাক হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক সংস্থার সভাপতি কামরুজ্জামান, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন প্রেসক্লাবের কর্মকর্তা এম,এ সাজেদ, প্রভাষক সাইফুল ইসলাম, মাস্টার সাইফুল ইসলাম, রাজু আহমেদ, সাংবাদিক জুলফিকার আলী, রিপোটার্স ক্লাবের কর্মকর্তা ফারুক হোসেন, গোলাম রসুল সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ ও প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ । সভায় উপজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, পরমর্শ ও মতবিনিময় করা হয়।