বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মৎস্যজীবী লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পলিত হয়েছে। বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যদ্বয়ের সাথে মোরেলগঞ্জ পৌর পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, র্যালী, আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠান। দিবসটি উপলক্ষ্যে মৎস্যজীবীলীগের নেতা কর্মীর সমন্বয়ে এক বর্ণ্যাঢ্য র্যালী উপজেলা চত্তর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর পার্কে সভায় শেষ হয়। বৃহষ্পতিবার ২৬ মে বেলা ১১টায় মোরেলগঞ্জ পৌর পার্কে আয়োজিত এ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। প্রধান বক্তা জেলা মৎস্যজীবী লীগ আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, পৌর সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহবায়ক মো. মোজাম্মেল হক মোজাম, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান। উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি মো. মুনসুর আলী শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ, উপজেলা পরিষদ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আজমিন নাহার, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন মাসুম, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার, উপজেলা ছত্রলীগ সভাপতি মো. মহিদুজ্জামান মুহিদ, মৎস্যজীবীলীগের খাউলিয়া ইউনিয়ন সভাপতি শেখ রিয়াজুল ইসলাম ও হোগলাবুনিয়া ইউনিয়ন সভাপতি মো. আসাদ তালুকদার প্রমূখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মৎস্যজীবীলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মল্লিক।