
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় রাজনৈতিক দলের সাথে অপরাজিতাদের মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতি বার সকাল ১১ ঘটিকায় জামালগঞ্জ শিল্পকলা একাডেমীতে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের মত বিনিময় সভা অনুষ্টিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার। অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো- অর্ডিনেটর আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের জেলা প্রকল্প সমন্বয়কারী মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. ফারুক আহমেদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আবু লেইচ, জামালগঞ্জ উপজেলা মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা বেগম, সহ সভাপতি দীপশ্রী তালুকদার, হাওর বাচাও আন্দোলনের সভাপতি ও উপজেলা যুব মহিলালীগের সভাপতি শাহানা আল আজাদ, সমাজ কর্মী মো. আলী নুর, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মকবুল হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নারীনেত্রী আয়শা সিদ্দিকা, ইউপি সদস্যা আলেয়া বেগম, বিউটি, সবিতা রানী, বিনা রানী দাস, জোসনা আক্তার প্রমুখ। অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প নিয়ে আলোচনার পর নারী ও নেত্রীদের বিভিন্ন উন্নয়ন সর্স্পক নিয়ে আলোচনা করা হয়।