লালমনিরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মার্কেজ আলী (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। রোববার (২৯ মে) সকাল ৮টায় লালমনিরহাট-বুড়িমারী সড়কের কাকিনা চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার লোকমান মিয়ার ছেলে মার্কেস আলী (৩৪) এবং গুরুত্বর আহত ট্রাকচালক যশোর সদর উপজেলার সাদুল্যাপুর এলাকার জাকির হোসেনের ছেলে ফরহাদ হোসেন (৩৩)। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বগুড়ার শেরপুর থেকে পাথর নিতে বুড়িমারী স্থলবন্দর যাচ্ছিল ট্রাক। অপরদিকে পণ্যবাহী একটি ট্রাক নারায়ণগঞ্জে যাওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে ছিল। পরে লালমনিরহাট-বুড়িমারী সড়কের কাকিনা চাপারতল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মার্কেজ আলী নিহত হন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল জানান , খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।