
পিরোজপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শানুহারে ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়াগামী যমুনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৯০৪৬) দুর্ঘটনায় নিহতদের দশ জনের মধ্যে এখন পর্যন্ত আটজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এদের মধ্যে দুজনের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। এরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি এলাকার কুদ্দুস আকনের ছেলে নজরুল ইসলাম আকন (৩৫), একই উপজেলার ভেচকি এলাকার রাকিব আকনের স্ত্রী আনোয়ারা বেগম (২০)। এরা ঢাকা থেকে ওই বাসে বাড়িতে ফিরছিলেন।
এছাড়া ঝালকাঠি জেলা সদরের নেয়ড়ী এলাকার মনির হোসেন হাওলাদারের ছেলে আরাফাত হোসেন হাওলাদার (৯),বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজিরবাদ এলাকার মোবারক আলী বেপারীর ছেলে হালিম মিয়া (৩১), ফরিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা এলাকার মৃত আওলাদ আলীর ছেলে সেন্টু মোল্লা (৫০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি গ্রামের মৃত আবুল কাশেম হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩৮), বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামের মনোরঞ্জন শীলের ছেলে মাধব শীল (৪৫) ও বরগুনা জেলার মিরের হাওলা ৩ নং ফুলঝুরি ইউনিয়নের তাজেম আলীর ছেলে রেজা চোকদার (২৩) এই বাস দুর্ঘটনা নিহত হয়েছেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আর্শাদ বলেন, নিহত অপর দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত বাসের চালক বা হেলপারের হদিস মেলেনি। আহতদের মধ্যে তারাও রয়েছে কিনা জানার চেষ্টা চলছে।