ছেঁড়া পাতার বাঁশি

ছেঁড়া পাতার বাঁশি
-হাফিজুর রহমান 
কানের কাছে ফিস-ফিস করে বললে, কেমন আছ?
এক মুহূর্ত পর আবারও বললে, ভালো আছ তো?
এরই মধ্যে কয়েক মুহূর্ত কেটে গেছে –
হঠাৎ, হঠাতেই তো! বিস্মিত হলেও কিছু বুঝে উঠার আগেই
উত্তর দিলাম, ভালো,  ভালো আছি আমি।
তুমি না আপনি, কে? কে না কী বলব? ঠিক ভেবে নিতে পারিনি
তাই তো, ভালো মন্দের খবর আর -নেয়া হয়নি।
অনেক দিনের সুপরিচিত গলার স্বর, একই কথার ভাজ
সে তো কখনো ভোলার মতো নয়।
কিছু সময়ের জন্য আনমনা করে দিলেও চিনতে যে পারিনি –
তা কিন্তু নয়, যদিও ট্রিপল নাইনের সেই নম্বরটি এটি নয়।
টুথ-টুথ শব্দ করে ফোন কলটি কেটে গেল
বার কয়েক চেষ্টা করেও ব্যর্থ হলাম বন্ধ ফোনে
কথা বলা আর হলো না। আগে জানতাম কাউকে ভালোবাসতে পারাটা
অত সহজ নয়, আবার কাউকে ভালোবাসলে সে ভালোবাসার মানুষকে ছেড়ে-
কখনই দূরে থাকা যায় না, আর এখন এই আমি
ভালোবাসার মানুষকে ছেড়ে শুধু দূরেই নয় অনেক-অনেক দূরে আছি
সে বহুদিন থেকে, ভালোবাসার মানুষকে, ভালো থাকতে দিতে।