সুনামগঞ্জ প্রতিনিধিঃ মেঘালয় পাহাড় আসাম রাজ্য থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও উজান থেকে নেমে আসা অতিবৃষ্টির কারণে সুনামগঞ্জ ও সিলেট নিম্নঞ্চলে প্লাবিত হয়ায়। তারেই ধারাবাহিকতায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বন্যা ক্ষতিগ্রস্থদের জন্য বিনামুল্য স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলার ভীমখালী উপ স্বাস্থ্য কেন্দ্রে বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়। আয়োজনে, জামালগঞ্জ হাসপাতাল ও মেসার্স মেহেরুন্নেছা ফার্মেসীর যৌথ উদ্যোগে গত ২৩ জুন হতে ২৮ জুন পর্যন্ত জামালগঞ্জ উপজেলার বেহেলী, ফেনারবাক, জামালগঞ্জ সদর সহ ভীমখালী ইউনিয়নের নারী পুরুষ ও শিশুদের বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়। জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর ও মেহেরুন্নেছা স্বাত্বধীকারী সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিনের নেতৃত্বে সেবা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জামালগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক আহমেদ, ডাঃ আলমগীর হোসেন, ডাঃ আয়েশা আক্তার সুমী, সিনিয়র স্টাফ নার্স তাহমিনা আক্তার, মৌসুমী, সমাজ সেবী আলী হোসেন সহ বিভিন্ন সিএচইপি উপস্থিত ছিলেন। সাবেক ভাইস চেয়ারম্যান মিছাবাহ উদ্দিন বলেন, উপজেলা হাসপাতাল ও আমার প্রতিষ্টান মেহেরুন্নেছা ফার্মেসীর উদ্যোগে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়। বন্যা ক্ষতিগ্রস্থদের স্বাস্থ্য সেবা অব্যাহত থাকবে ইনশাল্লাহু।