
পঞ্চগড়, তেঁতুলিয়া: ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি-শৃঙ্খলা- সর্বত্র’ এই প্রতিপাদ্য বিষয়ে তেঁতুলিয়ায় কমিউনিটি পুলিশং ডে ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় তেঁতুলিয়া মডেল থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আয়োজন হয়।
সভায় তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল,টুরিস্ট পুলিশ পঞ্চগড় জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম,তেঁতুলিয়া মডেল থানার (ওসি তদন্ত) জাহেরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনিসুর রহমান, শ্রী হিরা কান্ত রায় সাবেক ইউপি সদস্য ইউনিয়নের আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম লালু,ইউপি সদস্য শাহাজান আলী, বক্তব্য রাখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ৭ নং দেবনগর ইউপি চেয়ারম্যান সোলাইমান আলী, মডেল থানার উপ পরিদর্শক এস আই রাশেল, এস আই আব্দুল লতিফ,এস আই তপন কুমার,এস আই দিনবন্ধু,এস আই মানিক,এ এস আই ফারুক, উপজেলা ৭ টি ইউনিয়নে কমিউনিউটি পুলিশিং এর সদস্যগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানসূচীর মধ্যে ছিলো র্যালি ও আলোচনা সভা।