আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সময়ের নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ আগের অধিকাংশ সদস্যকে বহাল রেখেই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর)রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে দলটির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

এ কাউন্সিল থেকে টানা দশমবারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অপরদিকে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। কণ্ঠ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

সভাপতি নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা নতুন কমিটিতে দলের কার্যনির্বাহী সংসদের বিভিন্ন পদের দায়িত্ব প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এই অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নেন। তাদের মতামতের ভিত্তিতে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।