নিউইয়র্কে “অ্যামেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরাম” (এবিএসএফ) যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রবাসী সাংবাদিকদের সমন্বয়ে নতুন সংগঠনিক কাঠামো গঠন করা হয়েছে। “অ্যামেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরাম”(এবিএসএফ) নামকরণে এর আত্মপ্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২১ শে জুলাই ) সন্ধ্যায় নিউ ইয়র্ক ব্রুকলিনের স্থানীয় একটি হলরুমে সংগঠনের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক কমিটিতে নিউইয়র্কে কর্মরত বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শহীদ উল্ল্যাহ কাইছারকে আহ্বায়ক এবং এস এ টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি শরীফ উদ্দীন সন্দ্বীপিকে সদস্য সচিব করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এতে যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংবাদিক ও কলামিস্ট আম্বিয়া বেগম, এটিএন বাংলার সাবেক সাংবাদিক আলমগীর কবিরকে কোষাধ্যক্ষ, কার্যনির্বাহী কমিটির সদস্য মিলেনিয়াম টিভির প্রফেসর সৈয়দ আজাদ, জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার মুরাদ হোসেন, একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আউয়াল চৌধুরীডসহ মোট ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষিত করা হয়।

আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ এবং সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নসহ যাবতীয় কাজ সম্পন্ন করতে নব্য কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক লাভলু আনসারি বলেন, দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের কল্যাণে নিউ ইয়র্কে একাধিক কমিটি থাকলেও অ্যামেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরাম একটি ভিন্নমাত্রা ও কার্যকরী কমিটি হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করবে। যুক্তরাষ্ট্রের কর্মরত সাংবাদিকদের পেশাগত কাজে উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করবে।

তিনি বলেন, নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের প্রবাসী সাংবাদিকদের নানা ধরনের প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করতে হয়। পৃথিবীর উন্নততম ব্যস্তময় শহরে সংক্রান্ত কাজের ক্ষেত্রে তথ্য সংগ্রহে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এই সংগঠনের মাধ্যমে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এসব বিষয় বিবেচনা করে অ্যামেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরাম এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

নবনির্বাচিত সংগঠনের সচিব এস এ টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি শরীফ উদ্দীন সন্দ্বীপি বলেন, আমাদের দীর্ঘদিনের চিন্তার ফসল হিসেবে আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের যাত্রা শুরু হল। এ প্ল্যাটফর্মের মাধ্যমে সকল সদস্যের কল্যাণে কাজ করা হবে। সংগঠনের স্থায়ী প্ল্যাটফর্ম তৈরিতে একটি গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু করা হবে। সেটি চূড়ান্ত হলে পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, সংগঠনকে এগিয়ে নিতে সকল সদস্যের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা পেলে পেশাজীবী এ সংগঠনটির সুনাম আকাশ চূড়ায় দাঁড় করানো সম্ভব হবে বলে তিনি মনে করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নিউইয়র্কে অবস্থিত বাংলাভিশন টিভির সাবেক সাংবাদিক কামরুল হাসান, বিজনেস পোস্টের শাহিন হাওলাদার, সাংবাদিক জসীমউদ্দীন, শামসুদ্দিন আজাদ, যমুনা টিভির যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ,আজিম উদ্দিন অভি,
শহীদ উল্লাহ কায়সার, লাভলু আনসার, সৈয়দ জহির উদ্দিন আজাদ, মোঃ জাফর উল্লাহ প্রমুখ।