সুবর্ণচরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

নোয়াখালীর সুবর্ণচরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নবাগত ইউএনও রাবেয়া আসফার সায়মা রবিবার (১৩ ই এপ্রিল) সুবর্ণচরে যোগদান করে বিকাল সাড়ে ৪ টার দিকে সাংবাদিকদের পরিচিতি সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।

আলোচনাকালে সুবর্ণচরের সাংবাদিকবৃন্দ উপজেলাব্যাপী সুপেয় পানি সংকট সমস্যা, অবৈধ ইটভাটায় পরিবেশের ক্ষতি, বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি, গ্রামীণ সড়কের বেহাল দশা, অপ্রতুল চিকিৎসা সেবা, নানা জায়গায় অসাধু চক্রের দখলবাজি সহ বিভিন্ন ধরনের সমস্যাগুলো তুলে ধরা হয়। এসব বিষয়ে উপজেলা প্রশাসন এবং সাংবাদিকদের মধ্যে সমন্বয় করে কিভাবে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। এতে অংশ নেন সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু, দৈনিক আজকের পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল, দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি আরিফুর রহমান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আরিফ সবুজ, সময়ের কাগজের প্রতিনিধি ইউনুস শিকদার, দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি মো. রেদওয়ান হোসেন, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি আব্দুল আজিজ, আজকের বসুন্ধরা প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক নোয়াখালীর কথা’র উপজেলা প্রতিনিধি কামাল উদ্দিন, দৈনিক জনবাণীর উপজেলা প্রতিনিধি আব্দুল জব্বার, সাপ্তাহিক সময়ের নিউজের হাবিবুর রহমান রনি, সাংবাদিক রাশেদ হোসেন, মো. মাইন উদ্দিন, প্রমুখ।

নবাগত ইউএনও সুবর্ণচরের নানাবিধ সমস্যা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো সাংবাদিকদের মাধ্যমে অবগত হওয়ায় সার্বিক কার্যক্রমে পারস্পরিক সহায়তা প্রত্যাশা করেন।