সরকারি জমি জোর পূর্বক দখল: রৌমারীতে জমি থেকে ফসল আনতে চরম দুর্ভোগে এলাকাবাসি

মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার লাঠিয়াল ডাঙ্গা, চর লাঠিয়াল ডাঙ্গা, আলগারচর, খেওয়ারচর, বালিয়ামারী (রাজিবপুর) ্ধসঢ়;এবং বকবান্দা গ্রাম হতে দক্ষিনে লাঠিয়াল ডাঙ্গা গ্রামের আলহাজ¦ সেকেন্দারের বাড়ির সামনে নিজ বাড়ির ভিটামাটি কাটতে কাটতে প্রায় ৫ হাজার লোকের চলাচলের সরকারি রাস্তাটি বন্ধ করে দিয়ে। রাস্তা বন্ধ থাকায় জমির ফসল বিভিন্ন ভাবে বাড়িতে আনতে হয় এতে চরম দুর্ভোগে পরেছে এলাকাবাসি। গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার যাদুরচর ইউনিয়নের লাঠিয়ালডাঙ্গা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে সেসেন্দার আলী, কারী মোহাম্মদ আলী আকবরের বিরুদ্ধে সরকারি রেকর্ডি রাস্তা উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। অভিযোগ সূত্রে ৪০, ৬২ ও দিয়ারা রেকর্ডভ‚ক্ত রাস্তাটি মৃত মোকছেদ আলীর ছেলে সেসেন্দার আলীর ৯ ছেলে ও কারী মোহাম্মদ আলী আকবরের ৪ ছেলে তাদের লাঠির জোর দেখিয়ে রাস্তাটি বারবার বন্ধ করে দিচ্ছে। ইতিপূর্বে কয়েকটি অভিযোগের ভিত্তিতে রাজিবপুর ও রৌমারী উপজেলার সরকারী বেসরকারী ও সামাজিক ভাবে বৈঠকের মাধ্যমে রাস্তাটির সীমানা চিহ্নিত করে চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন। পরবর্তীতে প্রভাব খাটিয়ে জোর করে আবারও বাড়ির ভিটামাটি কেটে রাস্তাটি চলাচলে বন্ধ করে দেয়। রাস্তাটি বন্ধের করার সময় এলাকাবাসি বাধা দিলে তাদের লোকজন দিয়ে অহরহ অপমান অপদস্ত করে। এমতাবস্থায় জনগণের চলাচলের সার্থে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। স্থানীয় এলাকাবাসী বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, ফরজ আলী, সাইজুদ্দিন, হোসেন আলী, আজাহার আলীসহ আরো অনেই উপস্থিত থেকে জানান, দীর্ঘদিনের রেকর্ডি রাস্তাটি নিয়ে অনেক দেনদরবার করে সীমানা নির্ধারন করা হয়েছিল। তারা প্রভাবশালী হওয়ায় আবার সীমানাটি সরিয়ে রাস্তার উপর বাড়ির ভিটামাটি কেটে এলাকাবাসির চলাচল বন্ধ করে দিয়েছে। এলাকাবাসীর পক্ষে অভিযোগকারী বেলাল হোসেন বলেন, আমরা এলাকাবাসী রেকর্ডভ‚ক্ত রাস্তাটি নিয়ে বারবার তাদের সাথে আলোচনা সাপেক্ষে কয়েকমাস আগে রৌমারী ও রাজিবপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে তারা বাড়িভিটার মাটি কেটে রাস্তাটি বন্ধ করে দিয়েছে। রাস্তা বন্ধের বিষয়ে তাদের সাথে কথা বলতে গেলে প্রভাব খাটিয়ে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে। এলাকাবসির চলাচলের সার্থে রাস্তাটি চালু করার জন্য সরকারের নিকট আকুল আবেদন করছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান, এলাকাবাসীর পক্ষে একটি অভিযোগ পেয়েছি। তবে তদন্ত করে অতি তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।