লালমনিরহাটে বঙ্গবন্ধু  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট   ফাইনাল খেলা-২০২২

লালমনিরহাট,প্রতিনিধি:  লালমনিরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমান  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১মে)  লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে লালমনিরহাট  সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ  খেলা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদা মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক জনাব মোঃ আবু জাফর।
বিশেষ অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক জনাব অ‍্যাডঃ মতিয়ার রহমান। লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব কামরুজ্জামান সুজন। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাবেদ হোসেন। সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  জনাব মোছাঃ লতিফা বেগম। লালমনিরহাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ‍্যাডঃ আবু আহাদ খন্দকার।
 লালমনিরহাট জেলার সেরা এসিল‍্যান্ড/ সহকারী কমিশনার( ভূমি  )  লালমনিরহাট সদরের এসিল‍্যান্ড রুবেল রানা উপস্থিত ছিলেন।
পরে বিজয়ী খেলোয়াদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।