মধ্যনগরে বৈরী আবহাওয়ার কবলে নষ্ট হচ্ছে ধান

সুনামগঞ্জ, প্রতিনিধিঃ  সুনামগঞ্জের মধ্যনগর, তাহিরপুর, বিশম্বরপুর, ধর্মপাশা উপজেলার এবং পাশবর্তী এলাকা নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর উপজেলা সহ প্রায় ২০ টি উপজেলার কৃষকের নিরভে কান্না, কে দিবে সান্ত্বনা। বৈরী আবহাওয়ার কবলে পড়ে নষ্ট হচ্ছে ইরি বোরোধান,মে মাসের শুরু থেকে লাগাতার বৃষ্টির কারণে, এলাকায় চলছে আহাজারি কান্না আর উঠেছে নারী পুরুষের রোদনের সুর এলাকা জোরে,বছরের শুরুতে দুর্যোগে পড়েছে কৃষক, প্রাকৃতিক অনেক  প্রতিকূলতা ডিঙিয়েও উঠতে পারেনি কৃষকেরা,প্রথম ধাপে শুরু হয়েছে ব্লাস্ট রোগের আক্রমণ, এতে ২৮ ব্রি ধান ক্ষতি হয়েছে প্রায় অর্ধেকেরও বেশি, অন্যান্য জাতের ধান ভালো ফলন হলেও,গোলায় তোলতে পারেনি সোনালী রঙের ধান, অসহায় অবস্থায় কৃষকেরা নিরুপায় হয়ে হেঁড়ে গেছে প্রকৃতির কাছে, মে মাসের শুরু থেকে লাগাতার বৃষ্টির কারণে রোদের মুখ দেখতে পারেনি এসব এলাকার মানুষ। রোদের অভাবে পঁচে নষ্ট হচ্ছে হাজার হাজার লাখ মন ধান।

এপ্রিলের শুরু থেকে জোয়ারের পানির হামলার শিকার হয়ে যুদ্ধে নেমেছেন অনেক কৃষক,অবশেষে প্রকৃতির কাছে হাড় মানলেন অনেক কৃষক, নিম্নাঞ্চলের একাধিক হাওরের বাঁধ ভেঙে পানিতে তলিয়ে ক্ষতি হয়েছে হাজার হাজার হেক্টর জমির ধান। আর সেই সাথে উঁচু জমির ইরিধান ৮০ ভাগ কাটা হলেও পঁচনের ক্ষতি থেকে, শেষ রক্ষা পাইনি এসব এলাকার কৃষক। অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যা, তলিয়ে গেছে প্রায় ২০ ভাগ ফসলি জমি, রোদের অভাবে নষ্ট হচ্ছে আরও ৫০ ভাগ কৃষকের ধান।সবমিলিয়ে এখন দিশেহারা কৃষকের বুক ফাটা আর্থনাত, আর নারী পুরুষের আহাজারিতে এলাকা জোরে চলছে বিনা তাঁরে হতাশার কান্নার সুর। কি হবে কৃষক এ-র পরিনতি কে দিবে ক্ষতি পূরণ, এনিয়ে দেশের অভিভাবকের ভাবনার বিষয়।