ধর্মপাশায় গৃহহীনদের ভূমি ও ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শনে পিসি

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলায়  মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার সকালে  উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়নে তাহিরপুর (দয়ালপুর) ও মিলনপুর  গ্রামে  নির্মিত ৩০টি ঘর পরিদর্শন করেন। এ সময় কাজের অগ্রগতি ও বিভিন্ন দিক-নির্দেশনা দেন তিনি। গৃহ নির্মাণ কাজ পরিদর্শনকালে ৩০ জন উপকারভোগীদের মাঝে ১৪ কেজি করে শুকনা খাবার বিতণ করেন।
এ সময় উপস্থিত  ছিলেন উপজেল নির্বাহী কর্মকর্তা  মো. মুনতাসির হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস,ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা  থানার ওসি মোহাম্মাদ মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার   প্রমুখ। ধর্মপাশা  উপজেলা এ প্রকল্পের অধীনে মোট ১৫০টি ঘর নির্মাণ করা হচ্ছে।