
আরব আমিরাত প্রতিনিধিঃ- সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর শারজাহ রুলাতে ষ্টোকে মারা গেলেন চট্টগ্রাম হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ৪নং ওয়ার্ডের আলী রাজার বাড়ীর মরহুম নবী হোসেন এর মেঝ ছেলে মোঃ আলী হায়দার বাবু। আজ মঙ্গলবার ৯আগষ্ট আনুমানিক বিকাল ২টার দিকে শারজাহ রুলাতে সুখ আল মাতুয়া নামক ব্লিডিং এ তিনি ইন্তেকাল করেন। জানা যায় জীবন জীবিকার তাগিদে আজ থেকে ৯ মাস আগে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ রুলাতে, আসার পর তিনি রুলা মলের সামনে একটি বাদাম পিস্তার দোকানে কর্মরত ছিলেন। লাশ দেশে নেওয়ার ব্যাপারে এখনও কোনো বিস্তারিত জানা যায়নি।
পড়েছেনঃ ১১০