স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাতক্ষীরার নতুন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ 

সাতক্ষীরা প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরার নতুন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।  বুধবার (১১ আগষ্ট) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
একটি বিশেষ সূত্রে জানা যায়, নতুন পুলিশ সুপার সাতক্ষীরায় যোগদানের পর যেন ধর্মের নামে জঙ্গি তৎপরতা দমনে কাজ করে সেজন্য নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া সাতক্ষীরার ভেতরে ঘাপটি মেরে বসে থাকা ২০১৩ সালে নৈরাজ্য সৃষ্টিকারী খুনি বিষধর সাপেরা যাতে ছোবল মেরে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে সে দিকে নজর রাখাতে বলেন।
এসময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান  সাতক্ষীরার মানুষের জন্য আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন,  ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি,  চট্টগ্রাম সিটিকর্পোরেশন এর সাবেক মেয়র ও চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগ এর  সাধারণ সম্পাদক জনাব আ.জ.ম নাছির উদ্দীন প্রমুখ।