শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি : রৌমারীর চরশৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চরশৌলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কালে শিক্ষার্থীদের স্বপ্ন দেখান এবং তাদের উদ্যোশে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রত্যেক শিক্ষার্থী সুশিক্ষিত ও আদর্শ মানুষ হলে সমাজ দেশ ও রাষ্ট্র উপকৃত হবে। তোমাদের মধ্যেও কেউ না কেউ একদিন জেলা প্রশাসক হবে। আর সেই স্বপ্ন
বাস্তাবয়নে অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশুনা করতে হবে। শিক্ষার্থীদের ফেসবুক ও মোবাইল ব্যবহার করতেও নিশেধ করেন তিনি। পরে বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসক বৃক্ষ রোপন
করেন।

বৃহস্পতিবার(২৫ আগস্ট) স্কুল পরিদর্শন শেষে বেলা ১২ টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিবাহ নিবন্ধক,মস্ধসঢ়;জিদের ইমাম,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য,সাংবাদিক, গণমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকের উপস্থিতে অত্র ইউনিয়নের নানা সমস্যা নিয়ে আলোচনা সভা করা হয়। পরে বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষার গুনগত মান উন্নয়নে উপজেলার সকল স্কুল,কলেজ, মাদ্ধসঢ়;রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় যোগদেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক কর্মকর্তা সামছুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল(ভারপ্রাপ্ত), রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যার মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফ্ধসঢ়;র হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, চরশৌলমারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুস মোল্লা, রৌমারী সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ ছামিউল ইসলাম জীবন, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, চরশৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, খলিলুর রহমান, উপজেলা আ‘লীগের সাধারণ
সম্পাদক রেজাউল ইসলাম মিনু, চরশৌলমারী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আনছার আলী   তুহিন,ইউপি সদস্য মোমিনুল ইসলামসহ আরও অনেকে।