![](https://somoyernews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ মো. তুহিন মিয়া (২৮) ও মোছা. ফাতেমা আক্তার (২৫) নামে চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে ধর্মপাশা উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন কংশ নদীর তীরবর্তী লঞ্চ ঘাট এলাকা থেকে ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে ধর্মপাশা থানা- পুলিশ। গ্রেপ্তারকৃত তুহিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও ধৃত ফাতেমা আক্তার একই জেলার বিষ্ণাউড়ী গ্রামের বাছির মিয়ার স্ত্রী।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর ও বিষ্ণাউড়ী গ্রামের বাসিন্দা গ্রেপ্তারকৃত তুহিন মিয়া ও ফাতেমা আক্তার তারা দু’জনই নিজ নিজ এলাকায় চিহ্নিত মাদক বিক্রেতা হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে গোপনে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমাদের এ এলাকা দিয়ে ভারতীয় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের বড় ধরনের চালান তাদের নিজ এলাকায় পাচার করে আসছিল বলে আমাদের কাছে অভিযোগ ছিল। আমরাও মাদক কারবারি ওই চক্রটিকে মালসহ গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিলাম। এ অবস্থায় সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ধৃত তুহিন মিয়া ও ফাতেমা আক্তার হবিগঞ্জ থেকে সুনামগঞ্জ হয়ে ভায়া ধর্মপাশা হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তাদের সাথে থাকা পাঁচটি ব্যাগে বিপুল পরিমান ভারতীয় গাঁজা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ধর্মপাশা উপজেলা সদর ট্রলার ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওসি আরো বলেন, পরে ওইদিন দুপুরে ধৃন মাদক কারবারি তুহিন মিয়া ও ফাতেমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।