
মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হযেছে। বুধবার ১৪ ডিসেম্বর বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পূবন আখতার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ মন্ডল, সহকারি কমিশনার ভ‚মি এবিএম সোরোয়ার রাব্বী, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম, রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক ও রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা,রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোয়াক্ষের আলম সোনা, যুগান্তর পত্রিকার রৌমারী প্রতিনিধি এসএম সাদিক হোসেনসহ আরও অনেকে।