দুদকের মামলায় সাবেক ওসি প্রদীপ ও তাঁর স্ত্রী’র সাক্ষ্যগ্রহণ ১৭ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে দুদকের করা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এই আদেশ দেন। শুনানির সময় প্রদীপ কুমার দাশকে আদালতে নেওয়া হয়। দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাহামুদুল হক জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগপত্রে প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারন গৃহিনী হয়েও চট্টগ্রাম শহরের একাধিক বাড়িসহ নানা সম্পদের খোঁজ মেলে। মামলায় সোমবার সাক্ষ্যগ্রহণের দিন আসামিপক্ষের বিশেষ আবেদনের কারণে আগামী মাসের ১৭ তারিখ পর্যন্ত পেছানো হয়। গত বছরের ৬ আগস্ট থেকে প্রদীপ কুমার দাশ কারাগারে রয়েছেন। তাঁর স্ত্রী চুমকি কারন পলাতক রয়েছেন।