এম এ মান্নান সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জেরমধ্যনগরে মোটরসাইকেল সহ ১ মাদক কারবারি গ্রেফতার মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের গোলাপপুর ও কার্তিকপুর পাকা রাস্তার সংলগ্ন, আজিজুর রহমান এর জমির পশ্চিম পাশের রাস্তা থেকে, মোটরসাইকেল সহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় শুক্রবার দিন গত রাত পৌনে ৯ টার দিকে মধ্যনগর থানার এস আই মোঃ শামীম আল মামুন ও এ এস আই মোঃ আঃ আজিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পুলিশ অভিযান পরিচালনা করে, দাতিয়াপাড়া গ্রামের আঃ নূর এর ছেলে মোঃ মনোয়ার হোসেন (২৫) কে ভারতীয় ৬ বোতল অফিসার চয়েস ও একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ । পরে মাদক কারবারি মোঃ মনোয়ার কে থানা হাজতে আটক করেছে ।
থানা এলাকায় ধারাবাহিক চলমান মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে তাকে গ্রেফতার করা হয় । এবিষয়ে মধ্যনগর থানার ওসি মোঃ জাহিদুল হক নাজমুল জানান যে, ০৬টি কাঁচের বোতলে কর্কযুক্ত অবস্থায় বিদেশী মদ সর্বমোট ৪৫০০ মি.লি (৪ লিটার ৫০০ মি.লি.) এবং ০৫ টি ভাঙ্গা বিদেশী মদ এবং আটককৃত আসামী কর্তৃক উদ্ধারকৃত মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্লাটিনা মোটর সাইকেল সহ আটক করা হয়। মামলা রুজু প্রক্রিয়াধীন।