পিরোজপুরে গণঅধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে পুলিশের বাঁধা

পিরোজপুর প্রতিনিধি: বিদ্যুৎ, গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে গণঅধিকার পরিষদের কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশ বাঁধা প্রদান করে গ্রেফতারের চেষ্টা চালিয়েছে। এ অভিযোগ করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও পিরোজপুর জেলা আহবায়ক আনিসুর রহমান মুন্না।
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকালে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড়ে এ কর্মসূচি পালন করতে গেলে পুলিশ এতে বাঁধা এবং গ্রেফতারের চেষ্টা চালালে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে স্থান ত্যাগ করেন।
পরে নেতাকর্মীরা পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করে। এসময় আনিসুর রহমান মুন্না বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র দেশের প্রতিটি জেলায় কর্মসূচি দিয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আমরা শুরু করলে পুলিশ বাঁধা দিয়ে ব্যানার কেড়ে নিয়ে যায়ে। তখন আমাদের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এরপর সদর থানায় গিয়ে ওসি আ জ ম মাসুদুজ্জামান  সাথে কথা বল্লে তিনি বলেন, সভা করতে হলে অনুমতি নিতে হবে। এর আগে তাদের কাছ থেকে একটি অনুমতি নিয়ে আমরা কর্মসূচি পালন করতে গেলে সে অনুমতি পত্রটিও ছিড়ে ফেলে।
এবং অকথ্য ভাষায় গালাগালি করে আমাদের। যাদের ভ্যাট ট্যাক্স এর টাকায় দেশ চলে তাদেরকে কিভাবে জঘন্য ভাষায় গালি দেয়। এঘটনার তিব্র নিন্দা জানাচ্ছি। এ জুলুমের সবাইকে প্রতিবাদ করতে হবে। এ দেশের পরিবর্তন আসবেই, ইনশাআল্লাহ।