তেঁতুলিয়ায় বিএম  কলেজ পড়ুয়া  ছাত্রের  মরাদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায়  একটি  পুকুর থেকে এক একাদশ শ্রেণিতে কলেজ পড়ুয়া ছাত্রের  লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নারায়নগছ এলাকার পশ্চিম পাশের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।  নিহত কলেজ পড়ুয়া ছাত্রের নাম  নাম আরিফুল ইসলাম (২১)। তিনি উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি  এলাকার মো: জমিম উদ্দিনের ছেলে।  পেশায় একজন একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ দুপুরে নায়ায়নগছ এলাকার একটি পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা । পরে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। তেঁতুলিয়া মডেল থানার (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, হত্যা নাকি আত্মহত্যা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খাদেমুল ইসলাম জেলা প্রতিনিধি