পঞ্চগড়ের বোদায় উপজেলায় জামালপুরের দেশবরেণ্য সাহসিক সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাসির দাবী ও গালা চাপে ধরা ডিজিটাল নিরাপত্তা আইনে সারাদেশে সাংবাদিকদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করা হয়েছে। রোববার ১৮ জুন উপজেলা শহীদ মিনারে এ মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব বোদা উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল, মঞ্জুরুল আহসান মীম, সাংগঠনিক সম্পাদক আমান খান আটোয়ারী প্রসেক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন। বক্তারা বলেন, জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সাময়িক বহিস্কৃত) মাহমুদুল আলম বাবু গং দের ফাসি ও সারাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের সাংবাদিকদের হয়রানীর বন্ধ এবং ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের দাবী জানান বক্তারা৷ এসময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য রাইসুল ইসলাম রিপন, রবিউল আলম বাবু,আল-আমিন মাস্টার প্রমুখ।
পড়েছেনঃ ১১৩