হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
শুক্রবার ২৫ আগষ্ট রাতে বাংলাদেশ সমিতি শারজার বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইব্রাহিম উসমান আফলাতোন সিআইপি বাংলাদেশ সমিতি দুবাই সভাপতি অধ্যাপক আব্দুস সবুর,
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এমরানুল হক বাবুলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমাহ’র সভাপতি ড. আবুল ফজল।
এতে আরও বক্তব্য রাখেন, , কামাল হোসেন সুমন, , জসিম মল্লিক, সবুজ হাসান, জাহিদ হাছান সালা উদ্দিন চৌধুরী, শিসাত জাহান নিশু, মোরশেদ কাদের মুন্না, হারুনুর রশিদ রংগু, শাহাবুদ্দীন, নুর আলম আবু ছায়িদ , মুহাম্মদ রায়হানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এতে শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মুহাম্মদ বিল্লাল হোসেন।